গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে নাশকতার মামলায় এজাহার ভুক্ত আসামী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু হোসেনকে (২৮) গ্রেফতার করেছে রেব। গ্রেফতার ওই যুবক উপজেলার হাটনগর গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাট র্যাব-৫ সময়ের আলোকে নিশ্চিত করে বলেন, সারাদেশে চলমান অবরোধের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর উপজেলার রসপুর দাখিল মাদ্রাসায় ওই যুবকসহ আরোও অনেকে গাড়ী ভাংচুর, বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। এ ঘটনায় ধামইরহাট থানায় একটি মামলা রুজু হয়। মামলার পর থেকে তারা আত্মগোপন করে।
মামলার বিবরণে র্যাব আরও জানায়, রাজু হোসেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ধামইরহাট থানার বিভিন্ন সরকারী স্থাপনা, রাস্তাঘাট, কালভাট, সেতু, বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারী প্রতিষ্ঠানে নাশকতা সৃষ্টির মাধ্যমে সরকারের সম্পদের ক্ষয়ক্ষতি ও জনবলের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার পরিকল্পনা, প্রস্তুতি ও সহযোগিতা করছিলেন। এরই ভিত্তিতে গত বুধবার রাত ৭ টায় উপজেলার চকময়রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। আসামী রাজুকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।