নওগাঁ নিউজ ডেস্কঃ
ভোটাধিকার প্রয়োগ করা নাগরিক এবং সাংবিধানিক অধিকার। আমরা প্রত্যাশা করি ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসবে। ভয় বা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে ভোট দিতে আসবে। কেউ ভয় বা হুমকি দিলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্যেশ্যে তিনি বলেন- সাংবাদিকদের কোন ধরনের হুমকি বা সরঞ্জাম যদি কেউ কেড়ে নেয় তা অপরাধ বলে গণ্য হবে। অভিযোগ করা হলে আইনগত সহযোগীতা করা হবে।
এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বদ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিজাইডিং অফিসারদের সাথে নির্বাচন কমিশনার (ইসির) মতবিনিময় সভা হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা’র সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন সরকারি কর্মকর্তা ও নির্বাচনে অংশগ্রহনকারী প্রতিদ্বদ্বী প্রার্থীরা ও উপস্থিত ছিলেন।