গোলজার রহমান ধামইরহাট,প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাট উপজেলার ৩নং আলামপুর ইউনিয়ন আওতাধীন বীরগ্ৰাম শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদে উৎসব মূখর পরিবেশে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।সোমবার ( ৩ অক্টোবর ) রাত ৮টায় বীরগ্রাম শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংগঠনিক সচিব মো. আখতারুস সালাম ও সভাপতি মো. মনোয়ার ফারুক সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়। এতে ৩০০ সদস্যের এ কমিটিতে মো. মনোয়ার ফারুক সরকার কে সভাপতি ও মো. মিজানুর রহমান (মিঠু) কে সাধারণ সম্পাদক করা হয়। মোট ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়। কমিটিতে আরো রয়েছে সহ-সভাপতি হিসেবে মো.আরিফুজজামান, মো. রাজু আহমেদ (হেলাল), মো.সাইফুল ইসলাম, মো.রুহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক হিসাবে মো. মিজানুর রহমান (মিঠু) ও সাংগঠনিক সম্পাদক হিসাবে আব্দুর রহিম ও মো. ওমর ফারুক রয়েছেন। কমিটিতে অন্যান্যরা হলেন ক্রীড়া সম্পাদক মো. তানভীর আহমেদ ও মো.মেহেদী হাসান(ইমন) অর্থ বিষয়ক সম্পাদক মো. হেলাল হোসেন, দপ্তর সম্পাদক মো.মিলন, প্রচার সম্পাদক মো. রেজুয়ান হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক মো.হাবিবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.সারোয়ার হোসেন । সভাপতি মো.মনোয়ার ফারুক সরকার বলেন, এই কমিটির মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরব এবং সকলের সহযোগিতায় শিশু ও কিশোরদের অধিকার ও শিশু নির্যাতন রোধে এবং মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তোলা লক্ষ্যে কাজ করব। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদ মানবতার জননী, বিশ্ব শান্তির অগ্রদূত, সফল রাষ্ট্রনায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিক-নির্দেশনায় পরিচালিত করা হবে। এছাড়া বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংগঠনিক সচিব মো. আখতারুসালামসহ অত্র ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান (মিঠু) বলেন, আমি সবাইকে সাথে নিয়ে আমার উপর অর্পিত এই দ্বায়িত্ব পালন করার চেষ্টা করবো। আপনারা জানেন শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদ বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধনভুক্ত সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য সমাজসেবা এবং উন্নয়নমুলক কাজসহ গরীব ও অসহায় ছেলে-মেয়েদের পড়ালেখা থেকে শুরু করে বিভিন্ন বিনোদনমুলক কাজ আমরা করে থাকি। আমি সকলের কাছে দোয়া চাইবো আমাদেরকে সবাই সহযোগিতা করবেন। এই সংগঠনটিকে বৃহত্তর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি।