গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে খুকসী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় ও এলজিইডির আয়োজনে
টেকশই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খুকসী খাল পুনর খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলার দক্ষিণ চকযদু হাটখোলা শ্মশানঘাটি এলাকায় খুকসী বিলের পুনর খনন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, খুকসী খাল পানি ব্যবস্থাপনার জন্য ৩ হাজার ৫০০ থেকে ৯ হাজার ৫০০ মিটার খাল খনন করা হবে। এতে ব্যায় ধরা হয়েছে ৭৫ লাখ ৩৪ হাজার ৯৯ টাকা। খালটি খনন করা হলে সমিতির উপকার ভোগী হিসেবে ১৪৮ জন মহিলা ও ২৭২ জন পুরুষ লাভবান হবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, জেলা নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, সহকারী প্রকৌশলী মো. আব্দুল বারী, সোসলজিষ্ট এটিএম মজনুল উল হক, উপসহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান,খুকসী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও পৌর কমিশনার আব্দুল হাকিম প্রমুখ।