গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ অনুষ্ঠান করা হয়েছে ।
সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে বারোটায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বিদ্যালয়ের ১৫০ জন এসএসসি শিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে স্মৃতি কাতর হয়ে পড়েন সকল শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট এমএম সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সাবেক শরীরচর্চা শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ।