নওগাঁ নিউজ ডেস্কঃ
২রা মার্চ ২০২৪ শনিবার দুপুর ১২ টার সময় মধ্যদুর্গাপুর জাবালে নূর হাফেজিয়া ও নূরানী এবং লিল্লা বোর্ডিংয়ের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে নওগাঁ সদর ৫ আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অত্র মাদ্রাসার সভাপতি এ কে এম নাজমুল হক মন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস রেজা তুহিন।
সুধী সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানটি সকাল ১১ টায় শুরু হয়ে বাদ যোহর পর্যন্ত বিভিন্ন বিষয়ে সম্পন্ন করা হয়। উল্লেখ্য এসময় ঐ প্রতিষ্ঠানের পাঁচজন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্বরূপ পাগড়ী প্রদান করা হয়। প্রথম অধিবেশনে অত্র মাদ্রাসার মুহতামিম সহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসার মুতামিম. মধ্যদূর্গাপুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মোঃ জানে আলম, মাওলানা ওয়াহেদ, আলহাজ্ব মাওলানা জামিল খান, আলহাজ্ব মাওলানা মো রেদওয়ানুল্লাহ, মাওলানা মোঃ মহিবুল্লাহ।
পরে অনুষ্ঠান শেষে আজীবন সদস্য, বদরী সদস্য, স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন সহ এক মধ্যাহ্ন ভোজনে মিলিত হন। এরআগে
অত্র মাদ্রাসা নবনির্মিত প্রধান গেইটের শুভ কাজের ফলক উন্মোচন করা হয়।