নওগাঁ নিউজ ডেস্কঃ
পবিত্র রমজান মাসে রমজানের মহত্ত্ব এবং পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভাতৃত্ববোধ ছড়িয়ে দিতে বাংলাদেশ এক্স- ক্যাডেটস্ এসোসিয়েশন ( বেকা ) নওগাঁ জেলা ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল -২৪ অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ মার্চ) বিকেলে নওগাঁ সদর উপজেলার চকতাতারু দারুল উলুম হাফেজিয়া নূরানী কওমী মাদ্রাসায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেকা নওগাঁ জেলা ইউনিটের সভাপতি নূরতাজ সোমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেকা নওগাঁ জেলা ইউনিটের উপদেষ্টা, পিইউও এবং সহযোগী অধ্যাপক ড.শামসুল আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকা নওগাঁ জেলা ইউনিটের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক এস. এম আরিফুর রহমান, সাবেক নওগাঁ জেলা প্রেসক্লাব এর সভাপতি মো কায়েস উদ্দিন, বেকা নওগাঁ জেলা ইউনিটের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মোশারফ হোসেন শান্ত প্রমুখ ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বেকা নওগাঁ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো মানিক হোসেন, অর্থ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক মো সুমন আলী, সমাজকল্যাণ সম্পাদক মো আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রুমি আক্তার, , নির্বাহী সদস্য শাকিলা আক্তার, কো- অপ্ট সদস্য শামিমা আক্তার, সদস্য সজীব আহমেদ, সদস্য জাকিয়া সুলতানা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বেকা নওগাঁ জেলা ইউনিটের সভাপতি নূরতাজ সোমা বলেন, আমরা এই রমজানে সবাই সবার জন্যে দোয়া করব। আমরা সকল হিংসা-বিদ্বেষ ভুলে এক হয়ে কাজ করব। তাহলেই আমরা আমাদের কাজ দ্বারা দেশ ও জাতির কল্যাণ করতে পারব। সর্বশেষ বেকা নওগাঁ জেলা ইউনিটের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।