সদ্দাম হোসেন,নওগাঁঃনওগাঁয় শাশুড়িকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত লম্পট জামাই ফরহাদকে (৩৫) কে ঢাকার তুরাগ এলাকা থেকে আটক করেছে র্যাব ৫, সিপিসি-২,নাটোর কাম্পের চৌকস অভিযানিক দল।আজ বুধবার ৫ অক্টোবর পূর্বরাতে ঢাকার তুরাগ থানার চান্ডালভোগ এলাকায় অভিযানপরিচালনা করে অভিযুক্ত জামাইকে আটক করেন র্যাব। শাশুড়ী ধর্ষণকারী লম্পট জামাই ফরহাদ হোসেন নওগাঁ জেলা সদর উপজেলার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নান এর ছেলে। আজ বুধবার র্যাব-৫, সিপিসি-৩, নাটোর ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম “শাশুড়ী” তার ১১ বছর বয়সী নাতীর মৃত্যুর খবর পেয়ে তিনি মেয়ে-জামাই এর বাড়িতে যান এবংসেখানে অবস্থানকালে গত ২১ সেপ্টেম্বর রাতের খাবার শেষে মেয়ে-জামাইয়ের রুমের পাশের রুমে ‘ঘরে’ গিয়ে ঘুমিয়ে পড়েন। ঐ রাত৩টারদিকে লম্পট জামাই ফরহাদ হোসেন তার শাশুড়ির রুমে প্রবেশ করে স্পর্শকাতর স্থানে হাত দেয়। “ভিকটিম” বুঝতে পেরে তার মেয়েকে ডাক দেওয়ার চেষ্টা করলে ফরহাদ মুখ চেপে ধরে এবং মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক শাশুড়ীকে ধর্ষণ করেন। ঘটনার পর ভঁয়ে ও লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি শাশুড়ী। কিন্তু পরের দিন বিকাল ৪টারদিকে “ভিকটিম” শারীরিক অসুস্থ হলে বিষয়টি তার মেয়েকে জানায় ও নওগাঁ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয় এবং পরবর্তীতে শাশুড়ী নিজেই বাদী হয়ে লম্পট জামাই এর বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। শাশুড়ীকে ধর্ষণের পর থেকেই ফরহাদ পলিয়ে ছিলেন। পরবর্তীতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবংকোম্পানি উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী ফরহাদকে আটক পূর্বক নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও নিশ্চিত করেছেন র্যাব। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন ইতিমধ্যে এরুপ একটি ঘটনার মামলা দায়ের হয়েছে এবং আসামীকে বিচারের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।