মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ
তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারী মানুষদের ডেকে ডেকে ঠান্ডা শরবত পানি এবং স্যালাইন পান করান মানবিক জনি।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত জনির ব্যক্তি উদ্যোগে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড ফলপট্রী এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে ভ্যান রিকশা অটোচালক সহ পথচারীদের ডেকে ডেকে শরবত পান করান জনি ও তার সাথে থাকা কয়েকজন সেচ্ছাসেবী যুবক। এ সময় প্রায় ১ হাজার তৃষ্ণার্ত মানুষের মাঝে ফ্রী শরবত বিতরণ করেন তারা।
সারাদেশে টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এই তাপদাহ থেকে একটু স্বস্তি দিতে এমন উদ্যোগ গ্রহন করেছেন বলে জানান তিনি। শুক্রবার নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।
জনির এমন মহতী কার্যক্রম কে স্থানীয় সুদীমহল সাধুবাদ জানিয়েছেন অনেকই তার এ কাজে ভূয়সী প্রশংসা করেছেন।
উল্লেখ, বিগত সময়ে, অসহায়দের তৃপ্তি সহকারে খাওয়ানো, করোনা, বন্যা, শীত সহ বিভিন্ন ক্রান্তি কালে,এবং অসুস্থ অসহায় মানুষের সাহায্য অসহায় রোগীর চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন মানবিক কাজে সহায়তা করায় বিপদে আপদে মানুষের পাশে থাকায় তাকে অনেকেই “মানবিক জনি” সামনে চেনেন।
পুরো নাম জিয়াউর রহমান জনি, সহজ এন্টারপ্রাইজ প্রাইজের স্বত্বাধিকারী পেশায় দলিল লেখক।
জনি বলেন, “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” মানুষের খারাপ সময় দেখলে আমারও খারাপ লাগে যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ ।