মাসুদ রানা,পত্নীতলাঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এসএসসি ২০১৭ উদ্যোগে পানির বোতল ও স্যালাইন, কেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নজিপুর পৌরএলাকায ভ্যান অটোরিকশা চালকসহ পথচারীদের মাঝে প্রায় দুইশত বোতল ঠান্ডা পানি, খাবার স্যালাইন, সাথে কেক বিতরন করা হয়েছে। এসময় পথচারীদেরকে অন্ততপক্ষে দুইটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি নিয়েছেন তারা।
এই ব্যাচের পরবর্তী পরিকল্পনা আগামী বর্ষা মৌসুমে ১ হাজার গাছ রোপন করা ।
বৃক্ষ রোপন কর্মসূচীতে নজিপুর হাইস্কুলের ২০০০-২০২৪ পর্যন্ত সকল ব্যাচ,নজিপুরের বিভিন্ন সামাজিক সংগঠন (পউস, অদম্য, নজিপুর পরিবার) কে এগিয়ে আসতে আহ্বান জানান তারা।
পত্নীতলার বুকে সবুজায়ন, পরিবেশ সুরক্ষা, তীব্র তাপদাহ থেকে মানুষকে রক্ষা করতে সবাই এক হয়ে বেশি বেশি গাছ লাগিযে পরিবেশকে বাঁচাতে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা ।