গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুর দুইটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা করা হয়।
প্রশিক্ষণ কর্মসালায় তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মুক্ত করন, তামাক বিরোধী প্রচার প্রচারণা, তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ
এই বিষয়গুলোর উপর সভায় উপস্থিত উপজেলার কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকদের নিয়্র চারটি গ্রুপে ভাগ করে ওয়ার্কশপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকগণ।