মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার (১০ই জুন) বিকাল ৫টায় স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ অনুষ্ঠানটির আয়োজন করে।
একুশে পরিষদ নওগাঁর সংস্কৃতিজন, শিল্পীরা গান গেয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলে। একুশে পরিষদ নওগাঁর সদস্য বৃন্দসহ নিমন্ত্রিত অতিথিরা উৎসবের এই অনুষ্ঠানে যোগ দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম এম রাসেল, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য: বিন আলী পিন্টু এবং প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান।
আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, শাকিরুল ইসলাম রাসেল, সুবল চন্দ্র মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক রনজিত কুমার পাল, আব্দুল মান্নান সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গ্রীষ্মকালীন নানা প্রকার ফল খেয়ে একুশে পরিষদ নওগাঁর উপস্থিত সদস্যবৃন্দসহ আগত অতিথিবৃন্দের মাঝে একটা দারুন উৎসব বিরাজ করে।
অনুষ্ঠানের শুরুতে ফল খাওয়ার উপকারিতা নিয়ে অনেকেই আলোচনায় অংশগ্রহণ করে। সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে।