গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়ন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তারের সভাপতিত্বে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিতকরণ সভাটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবহিতকরণ কর্মশালায় প্রসবকালীন সময় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, মা ও শিশুর মৃত্যুর কারণ ও এর প্রতিকার এবং প্রসবকালীন সময় অন্য কোথাও না গিয়ে নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিক প্রসব সেবা গ্রহণ, স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণসহ বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা ও আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ) ডাঃ. কাজী মো. জোবায়ের গালীব, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক আনোয়ারুল আজিম, জেলা কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডাঃ. কামরুল হাসান, জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সালমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, মিডওয়াইফেরি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শীকা, পরিবার কল্যাণ সহকারী, স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।