গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামারগণ। কোরবানি ঈদকে সামনে রেখে পশু কোরবানির বিভিন্ন লোহার সরঞ্জাম যেমন: দা, বঁটি, চাকু, ছুরিসহ বিভিন্ন ধারালো লোহার জিনিসপত্র তৈরিতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন তারা। কোরবানি ঈদ এলেই এসবের চাহিদা অনেক গুণ বেড়ে যায়।
ধামইরহাটের বিভিন্ন কামারশালা ঘুরে দেখা যায় যে, ওজন ও সাইজ ভেদে পশুর চামড়া ছাড়ানোর ছুরি ১০০-২০০ টাকা, দা ৫০০-৮০০ টাকা, বঁটি ৪০০-৮০০ টাকা, পশু জবাইয়ের চাকু ৫০০-৮০০ টাকা ও চাপাতি ৮০০- ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদুর কামার বিমল কর্মকার বলেন, “আমার পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রেখে আমি এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। কোরবানি ঈদ ছাড়া বাকি সময় অনেকটাই আমাদের অবসরে কাটে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই পেশা চালিয়ে যাওয়া আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে। স্বল্প অথবা বিনাসুদে সরকারি ঋণের অনুরোধ জানাচ্ছি।”
দা মেরামত করতে আসা একজন ক্রেতা, আল-আমিন বলেন, “লোহা, কয়লা ও অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় গত ঈদের তুলনা এই ঈদে লোহার জিনিসের দাম তুলনামূলক বেশি। এ কারণে নতুন দা না বানিয়ে পুরাতন দা মেরামতেই আমার আগ্রহ বেশি।”