গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি:
নওগার ধামইরহাটে বিশিষ্ট শিল্পপতি ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আখতারুল আলমের নেতৃত্বে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) দুপুর একটায় ধামইরহাট পুর্ব বাজারে নিজস্ব মার্কেট ভবনের দ্বিতীয় তলায় ধামইরহাট ও পত্নীতলা উপজেলার স্থানীয় পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে ইঞ্জিনিয়ার আখতারুল আলম কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এরপর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিতগণ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সাবেক ৪ং উমার ইউপি চেয়ারম্যান এড. আইয়ুব হোসেন, সাবেক ধামইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ মন্ডল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হাসান, পত্নীতলা পৌরসভার সাবেক মেয়র মৃত আমিনুল হকের স্ত্রী মারুফা হক, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন, যুবনেতা খোরশেদ আলম, আমাইর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কাসেমসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।