নওগাঁ নিউজ ডেস্কঃ
ফিলিস্তিনে গণহত্যায় সমর্থনকারী ইসরাইলি পণ্য বয়কটের দাবীতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ইয়ুথ ক্লাবের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইয়ুথ ক্লাবের সদস্য নাহিদ হাসান, শিক্ষার্থী নাকিব আল হাসান ও
রবিউল সরদার সহ অন্যরা।
নওগাঁ ইয়ুথ ক্লাবের সদস্য নাহিদ হাসান বলেন, ইসরাইলে অবৈধ দখলদার জায়নিস্টদের বসতি গড়ার পেছনে ব্রিটেনের হাত ছিলো। আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে চালানো হচ্ছে গণহত্যা। মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৪ সাল থেকে ইসরায়েলের আলোচিত আয়রন ডোমেরও উৎপাদন অংশীদার ছিল। মার্কিন সরকারের সেই সুপরিচিত বিবৃতির কথা তো আমরা জানি, যে- “Israel has the rights to defend itself.” হ্যাঁ, আমরাও অবশ্যই একমত। কিন্তু ইসরাইল তার প্রতিষ্ঠাকাল থেকে প্যালেস্টিনিয়ানদের উপর যা করে আসছে তা কখনোই ডিফেন্সের মধ্যে পড়েনা। বরং তা নির্মম গণহত্যা। পৃথিবীর মুক্তিকামী মজলুম জনতার পক্ষে, সকল জালেমের বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করছি। আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে সকল ইসরাইলি পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহারের আহবান জানাচ্ছি। ইসরাইলি পণ্য বয়কট করে বিকল্প দেশীয় পণ্য ব্যবহারের দাবী জানানো হয়েছে।