গোলজার রহমান ধামইরহাট,প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম ১৯০০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৯০০ জন কৃষকদের মাঝে মাথাপিছু প্রতিজন কৃষককে ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি এমওপি ও ৫ কেজি উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা।