মাসুদ রানা,পত্নীতলা,প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে কল্যাণপুর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত উপকার ভোগীদের সাথে নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোয়েব খান, পত্নীতলা ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম স্বপন প্রমূখ।
সভা শেষে ডিসি উপকারভোগীদের মাঝে গাছের চারা, খাদ্য সামগ্রী ও শিশুকিশোরদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করেন। পত্নীতলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পত্নীতলা থানাসহ বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমসমূহ পরিদর্শন করেন।