গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ও সিভিএ ওয়ার্কিং কমিটির পরিচালনায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুর বারোটার সময় উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম কমিউনিটি ক্লিনিকের পাশে সিভিএ ওয়ার্কিং কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সেবা গ্রহীতা, সেবা দাতা, গণমাধ্যম কর্মী, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট সরকারি অফিসারদের নিয়ে কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুর রাজ্জাক, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার মানুয়েল হাসদা, প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোরাইয়া, শারমিন আক্তার সুরভী প্রমুখ।