গোলজার রহমান,ধামইরহাহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল দশটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জন্ম নিবন্ধন সংশোধনে জটিলতা রোধে করণীয়, বাল্য বিবাহ ও নারী নির্যাতন রোধ, যত্রতত্র পলিথিন ব্যবহারে ড্রেনেজ ব্যবস্থা হুমকির মুখে এ কারণে পলিথিন ব্যবহার বৃদ্ধি রোধে করণীয়, মাদক নিয়ন্ত্রণ ও এর ভয়াবহতায় সচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধী সমাবেশের মাধ্যমে মাদক সেবীদের উপস্থিত নিশ্চিত করে তাদেরকে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আনাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, বিজিবি প্রতিনিধি, উপজেলার সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।