নওগাঁ নিউজ ডেস্কঃ
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁয় বীমা বিষয়ক আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) দুপুরে শহরের ফুড প্যালেস রেস্তোরায় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড জেলা মডেল শাখার উদ্যোগ এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান) মোস্তফা আল কামাল।
সন্ধানী লাইফ ইন্সুরেন্স নওগাঁ মডেল শাখার ডিজিএম ও ইনচার্জ সাব্বির আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সিরাজ বাজারের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম ও সোনালী ব্যাংক নওগাঁর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফজলে রাব্বি বক্তব্য রাখেন।
পরে মেয়াদপূর্ণ হওয়া ০৯ জন বীমা গ্রহীতার মাঝে ৪২ লাখ ৪৭হাজার ৯৫ টাকার চেক বিতরন করেন প্রধান অতিথি।