গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে প্রগতি লাইফ ইন্সুরেন্সের আয়োজনে গ্রাহক আলিমুল রেজার মৃত্যু দাবি চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে চারটার সময় ধামইরহাট এজেন্সি অফিসে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ধামইরহাট এজেন্সি ম্যানেজার ছাইদুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রগতি লাইফ ইন্সুরেন্সের প্রকল্প পরিচালক (কৃষ্ণ চূড়া) কার্তিক পান্ডে।
প্রগতি লাইফ ইন্সুরেন্স সূত্রে জানা গেছে, আলিমুল রেজা ২০১৯ সালে একটি স্ক্রিম চালু করেন। এর ৪টি কিস্তি দেওয়ার পর হৃদ রোগ জনিত কারণে মৃত্যুবরণ করেন। একারণে নিহতের স্ত্রী ফাদ্দালা বানু ও বড় ভাই তৌফিকুর রহমানকে ১০ লক্ষ ৪৭ হাজার টাকার একটা চেক দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জগদ্ল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, প্রগতি লাইফ ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার সত্যেন কুমার মোহন্ত ও অত্র ধামইরহাট এজেন্সি অফিস এর বিএম মো, ফিরোজ হোসেন, ইউ এম লুৎফর রহমান, আঃ হান্নান সহ প্রায় অর্ধশত কর্মী প্রমুখ।