মনিরুল ইসলাম,সাপাহার প্রতিনিধি
:
নওগাঁর সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর অফিসে এ অনুদানের চেক বিতরণ করা হয়। আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শ্রী কার্তিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মো: রাশেদুল হক, আম আড়ৎ সমিতির সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, সাপাহার প্রেসক্লাবের আহব্বায়ক তছলিম উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় সমিতির সকল সদস্য ও উপকার ভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও অসহায়, দুস্থ্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে অতিথিগণ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, কবরস্থান, মহাশ্মসান, এতিমখানা, সহ অসহায় দুস্থ্যদের মাঝে প্রায় তিন লক্ষটাকার চেক বিতরণ করেন।
ইতোপূর্বে উক্ত সমিতির পক্ষ থেকে সাপাহার বাজার জামে মসজিদ, প্রতিবন্ধী বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১০লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে বলে সমিতির সভাপতি, সম্পাদক জানিয়েছেন।