1. admin@dailynaogaonnews.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় নেসকোর প্রিপেইড কার্ড মিটারে ভোগান্তী; চালু না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে আমাদের প্রত্যাশা ধামইরহাটে দুস্থ ও এতিম দের মাঝে দুম্বার মাংস বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আঠারো ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত থ্রি স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত ধামইরহাটে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক সংগঠন “মানবসেবা “ একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়োজিদসহ সকল শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা নওগাঁয় রোভার স্কাউটের তাঁবুবাস ক্যাম্পের উদ্বোধন

পত্নীতলা ম্যাটস যেন কাশফুলের রাজ্য

  • প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

শরতের আকাশে সাদা মেঘের ভেলা, নওগাঁ ম্যাটসের আঙ্গিনায় জমেছে কাশ ফুলের মেলা। পুরো চত্বরে কাশফুলে ভরে গেছে চারিদিকে ধবধবে সাদা ফুলগুলো বাতাসে দোল খাচ্ছে। এ যেন কাশফুলের রাজ্যে পরিনত হয়েছে। এ দৃশ্য আকৃষ্ট করছে পথচারীদের। 

শরতের হালকা হাওয়া আর ম্যাটসের  কাশফুলের সাদা গালিচা যেন প্রকৃতির সঙ্গে মিশে একাকার। কনক্রিটের শহর থেকে কিছুক্ষণের জন্য হলেও মনকে প্রকৃতির কাছে সমর্পণ করার এ এক অনন্য সুযোগ।

শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়
নওগাঁর পত্নীতলায় মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) প্রাঙ্গনে  কাশবন দেখতে দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে শুক্রবার, শনিবার ছুটির দিনগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ষড়ঋতুর বাংলাদেশ। দুই মাস পর পর ঋতু বদল  হয়। এখন শরৎকাল। প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন শরৎ এর আগমনী বার্তা জানিয়ে দেয় ‘কাশফুল’। শরৎ ঋতুতে ধবধবে সাদা রঙের কাশফুল ফুটে। কাশফুলের শুভ্রতাই আমাদের স্মরণ করিয়ে দেয় শরৎ এসেছে। এ সময় প্রকৃতিতে  দিগন্তজুড়ে মাঠে  প্রান্তরে কাশফুলের মনোরম দৃশ্য চোখে পড়ে।

শহুরে ব্যস্ত জীবন আর কোলাহলময় যান্ত্রিক জীবন থেকে কিছুক্ষণের জন্য হলেও কাশফুলের বিস্তীর্ণ প্রান্তরে ঘুরে বেড়াতে কার না মনেচায় ।

তাই কাশবনের সৌন্দর্য  দর্শনার্থীদের আকৃষ্ট করছে । সেপ্টেম্বরের শুরু থেকে আকর্ষণীয় এই কাশবন দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন। চলছে সেলফি তোলার প্রতিযোগিতাও। সরজমিন ঘুরে দেখা যায়, তরুণীরা খোঁপায় কাশফুল গেঁথে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছে। শিশু, কিশোর নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার  দর্শনার্থীদের পদচরনায় মুখর হয়ে উঠছে ম্যাটস চত্বর।

বাবার সাথে কাশফুল দেখতে আসা  শিশু তাসনিয়া জান্নাত বলে সে এর আগে কাশফুল দেখেনি কাশফুল দেখে তার খুব ভাল লেগেছে সে কাশবনে ছবি তুলেছে কয়েকটি  কাশফুল তুলেছে বাসায় নিয়ে যাবে।

কাশফুল দেখতে আসা সোহেল  বলেন, ‘কাশফুল আমার খুব ভালো লাগে। তাই বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। কিছু কাশফুল তুলে মায়ের জন্য নিয়ে যাব। মা দেখলে খুব খুশি হবেন।’

কাশবাগানে ঘুরতে আসা  শিউলি  রানী  বলেন, ‘কাশফুলের সৌন্দর্যে মানুষের মনে প্রশান্তি আসে। আগে অনেক দেখা যেত। বর্তমানে বিলুপ্তির পথে এই গাছ। এর সংরক্ষণ করা প্রয়োজন।’

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার  নজিপুর পৌর শহরের নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে নজিপুর- বদলগাছি সড়কের এক কিলোমিটারের গেলে ম্যাটস ভবনের মূল ফটক ভেতরে ঢুকতেই চোখে পরবে ধবধবে সাদা কাশফুলের বন। অপূর্ব এক আরণ্যক পরিবেশ যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়।

ম্যাটস চত্বরে ঘাস বা আগাছা জন্ম নেয়, ক্লিনার বা জনবলের অভাবে সেগুলো পরিস্কার না কারায়  বাড়তে থাকে সেখান থেকেই কাশ গাছের জন্ম হয় এখন এটি কাশবনে পরিনত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park