গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা যুব ঐক্য ফোরামের আয়োজনে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী এক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আজাদী সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) রাত আটটার সময় ধামইরহাট এমএম ডিগ্রী কলেজ চত্বরে তানভীর সরকারের পরিচালনায় সমন্বয় সাহিত্য সংস্কৃতিক সংসদ বগুড়া ও সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা কাওয়ালী, বাউল, গজল ও সুফি গান পরিবেশন করেন। এসময় স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কলেজ চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।