গোলজার রহমান, ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল দশটার সময় জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিলন কুমারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক শোভাযাত্রা বের করা হয়। এরপর শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা সভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলীন মিতু কোরাইয়া, শারমিন আক্তার সুরভী, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।