মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
নওগাঁয় একুশে পরিষদ নওগাঁর প্রতিষ্ঠাকালীন সদস্য কাজী আতিকুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাডভোকেট ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বিন আলী পিন্টু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রতাপ চন্দ্র সরকার, নাইস পারভীন , কলেজ শিক্ষক শাকিরুল ইসলাম রাসেল, আবু মুসা আল হোসাইন তারিক, সুবল চন্দ্র মন্ডল, মনোতোষ সরকার, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এম এম রাসেল সহ প্রমুখ।
নওগাঁ জেলা শহরের শত বছরের ঐতিহ্যবাহী প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারে একুশে পরিষদ নওগাঁর অস্থায়ী কার্যালয়ে ২২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় একুশে পরিষদ নওগাঁর প্রতিষ্ঠাকালীন সদস্য কাজী আতিকুর রহমানের অতীতের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর স্মরণে অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলেই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।