মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নওগাঁয় আগমন উপলক্ষ্যে নওগাঁ জেলা শহরের স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার বিকাল সাড়ে চারটার সময় নওগাঁ জেলা শহরের নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাট-নওগাঁর হিন্দু সম্প্রদায়ের (সনাতন ধর্মাবলম্বীদের) শ্রী শ্রী রীঁ বুড়া মা কালীতলা মন্দির প্রাঙ্গণে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শন করে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান নির্দেশিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় জেলার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় কালিতলা মন্দির কমিটির নেতৃবৃন্দ ছাত্রদলের এই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নওগাঁর ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ দিয়ে তাকে মুখ মিষ্টি করেন। এছাড়াও তিনি হিন্দু সম্প্রদায়ের নওগাঁ জেলা শহরের শ্মশানঘাট পরিদর্শন করেন।
১৩ ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন-‘আমরা সব সময় আপনাদের পাশে আছি, থাকবো। আমাদের প্রতি আপনারা আশীর্বাদ রাখবেন! আগামীতে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করতে পারলে আপনাদের জন্য আমরা অনেক কিছুই করব। বাংলাদেশ আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ দল দুটির সমালোচনা করে তিনি বলেন, তারা অপকর্ম করে আর আমাদের দোষ দেয়, আপনারা সতর্ক থাকবেন, যেকোনো ধরনের অপশক্তি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আওয়ামী লীগ অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়েছে। জামাত ধ্বংসাত্মক কর্মসূচি করে জনগণের সঙ্গে তামাশা করে।
বিএনপি কোনদিন কারো ক্ষতি করে না। কারো ধ্বংস করে না। আমরা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে সর্বদা বদ্ধপরিকর। শান্তিকামী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন ছাত্রদলসহ বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠনের প্রতি সকলের নিকট দোয়া ও সহযোগিতা চেয়ে লিফলেট বিতরণ করেন। যে কোন সমস্যার মুখোমুখি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রতি বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যোগাযোগ করতে বলেছেন। প্রয়োজনে তিনি তার কাছে সকলকে ফোন দিতে বলেছেন।
লিফলেট বিতরণ কালে তিনি নওগাঁ মহাশ্মশান ঘাট অফিস রুমে নওগাঁ মহাশ্মশান ঘাট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অতঃপর তিনি মাইক্রো যোগে নওগাঁর হাট-নওগাঁ কালিতলা মন্দির ও মহাশ্মশান ঘাট এলাকা ত্যাগ করেন। তিনি নওগাঁ জেলা শহরের নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাট নওগাঁ অবস্থান কালে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও দলের নেতা কর্মীদের মাঝে দারুন উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।