মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁঃ
নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুলের অভিভাবক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয়ের চতুর্থ তলা ভবনে সোমবার (১১ই নভেম্বর ২০২৪) বিকাল ৩ টায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। একটানা বিকাল ৫ টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী এই অভিভাবক সমাবেশ চলে। জেলা শহরের নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাট নওগাঁয় বিদ্যালয়টি অবস্থিত।
উল্লেখ্য যে,প্লে শ্রেণি হইতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী উভয়েই এবং ষষ্ঠ শ্রেণি হইতে ১০ম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র ছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে। অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাহমুদুর রহমান (পল্লব) এর সঞ্চালনায় আলহাজ্ব প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম (নওগাঁ প্রবাহ সংসদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান)। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের একাডেমিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ ওয়ালিউল ইসলাম, প্রবাহ সংসদের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বাবু শ্রী নারায়ণ চন্দ্র সাহা, প্রবাহ সংসদের উপদেষ্টা শ্রী স্বপন কুমার মুস্তফী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সামসুল ইসলাম টফি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলাম, নওগাঁ প্রবাহ সংসদের ক্রীড়া সম্পাদক (আন্তঃ বিভাগ) মোঃ গোলাম রব্বানী সাজ্জু, বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোস্তফা কামালসহ আরো অনেকে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ। অধ্যয়নরত প্রায় ৬০০(ছয় শত) শিক্ষার্থীর এই স্কুলে দুই শতাধিক শিক্ষার্থীর অভিভাবক-অভিভাবিকাগণ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। অভিভাবকের এই সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকাগণ বিদ্যালয়ের নানা সমস্যা এবং মান উন্নয়ন বিষয়ক নানা বিষয় নিয়ে তাদের মতামত উপস্থাপন করেন। অত্র বিদ্যালয়ের অভিভাবিকাগণের পক্ষে সবচেয়ে ন্যায্য ও জোরালো লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের baby শ্রেণির নিয়মিত শিক্ষার্থী রুহির মা ঝিলিক। ঝিলিকের বক্তব্যে বিদ্যালয়ের সমসাময়িক নানা সমস্যা এবং মানোন্নয়ন বিষয়ক পরামর্শ উঠে আসে।
এছাড়া আরো অনেকেই বিদ্যালয়ের নানা সমস্যা ও মান উন্নয়ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। অতঃপর অত্র অভিভাবক সমাবেশের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকাগণের প্রত্যেকটি কথা বিবেচনায় নিয়ে সবগুলো সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং বিদ্যালয়ের মান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানটিতে ছবি উঠানো এবং ভিডিও করার মূল দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ। অনুষ্ঠান শেষে বিকাল ৫ টার সময় উপস্থিত সবাইকে হালকা নাস্তা ও মিষ্টিমুখ করানো হয়।