গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মেসিট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশীদ নামের পল্লী বিদ্যুতের এক কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বারোআড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিম সরকারের ছেলে।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জাহানপুর এলাকার ঘোড়াবট কলোনী নামক স্হানে বিপরীত দিক থেকে আসা মেসির সঙ্গে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজন জানান, ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার মো. হারুনুর রশীদ নিজ বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি মেসি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ধামইরহাট থানা পুলিশ ঘটনারস্হল পরিদর্শন করেন এবং লাশ থানায় নিয়ে আসেন। এ সম্পর্কে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম বলেন, ‘সড়ক আইনে মামলা রজ্জু করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ -এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম বলেন, বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছেে এবং ‘আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা থেকে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।