নওগাঁ নিউজ ডেস্কঃ
খেলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ১৪বছর পর নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে ঘরোয়া পরিবেশে শুরু হওয়া শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট টিএসপিএল-এর চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্কুল মাঠে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে শুরু হওয়া ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগের চ’ড়ান্ত খেলা উপভোগ করেন এবং প্রধান অতিথি হিসেবে খেলোয়ার, বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। আগত অতিথিবৃন্দকে একটি করে বকুল ফুলের গাছ দিয়ে বরণ করে নেয় প্রাক্তন শিক্ষার্থী ফোরামের শিক্ষার্থীরা। গাছ পরিবেশের বন্ধু, গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে। এই গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
চ’ড়ান্ত খেলায় ত্রিমোহনী হ্যান্টার বয়েজ দল-২০২১ সাত উইকেটে ত্রিমোহনী জিনিয়াস দল-২০১৮কে হারিয়ে বিজয়ী হয়। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুলের সাবেক সভাপতি মোকলেছুর রহমান বাবু, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন প্রমুখ।
এছাড়াও স্কুলের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ত্রিমোহনী স্কুলের দুইজন শিক্ষার্থী ডুয়েটে ভর্তির সুযোগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত মোট ৮টি দল লীগে অংশগ্রহণ করে। এসময় স্কুলের বিভিন্ন সালে পাশ করা শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গন।
সভাপতি প্রবীর কুমার পাল বলেন বলেন, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরাম একটি বট বৃক্ষ। প্রত্যেকটা প্রাক্তন শিক্ষার্থী এই বট বৃক্ষের শাখা-প্রশাখা। একটা বট বৃক্ষের ন্যায় এই ফোরাম একদিন অত্র এলাকার মানুষকে শিক্ষা ও সমাজের জন্য কল্যাণমূলক কাজের ছাঁয়া দিবে। আমরা আশা রাখি ভবিষ্যৎ আমরা এই ফোরামের আওতায় আরো নতুন কিছু কর্মসূচী পালন করবো যা এই অঞ্চলকে একটি আদর্শ অঞ্চল হিসেবে বিনির্মাণ করার পাথেয় হিসেবে অনুপ্রেরণা যোগাবে। এই আয়োজনের মধ্যদিয়ে আবারোও স্কুলের মাঠে খেলোয়াড়ের উপস্থিতির দেখা মিলবে। এমন ধারা অব্যাহত রাখতে সবার কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রকৌশলী প্রবীর কুমার পাল।
চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু বলেন একসময় ঐতিহ্যবাহী ত্রিমোহনী স্কুলের মাঠ সকল বয়সের খেলোয়ারদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠতো। বিকেল হলেই কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য খেলোয়াররা মাঠে সমবেত হতো। কিন্তু ২০১০সালের পর থেকে বন্ধ হয়ে যায় সেই খেলার আসর। আজ আবার ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগ-২০২৪ এর উদ্বোধনের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া আসরকে ফিরিয়ে আনার মাধ্যমে স্কুল মাঠ প্রাণবন্ত হয়ে উঠলো। এমন ধারাকে অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, বর্তমান যুগের ছেলেমেয়েরা খেলাধূলা বাদ দিয়ে মোবাইলসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়েছে। ফলে আমরা মেধা সম্পন্ন সুস্থ্য-সবল জাতি গঠনে পিছিয়ে পড়ছি। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার কোন বিকল্প নেই। এমন বিপথ থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে প্রাক্তন শিক্ষার্থীদের এই আয়োজনকে সাধুবাদ জানাই।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মতো করে এই উপজেলায় প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রে এমন খেলাধূলার আয়োজন করা প্রয়োজন। খেলার মাধ্যমে সুস্থ্য পন্থায় আপনার শিশুর মেধার বিকাশ ঘটবে। তাই প্রতিদিন একজন শিক্ষার্থীকে অন্তত এক ঘন্টা খেলার মাঠে এসে খেলাধূলা করা খুবই প্রয়োজন। আর এমন রেওয়াজ চালু করতে প্রাক্তন শিক্ষার্থীদেও এমন ব্যতিক্রমী উদ্যোগ সকলের জন্য পাথেয় হিসেবে কাজ করবে।