নওগাঁ নিউজ ডেস্কঃ স্ট্রোক করে হামলাকারীর মৃত্যু হয়েছে, ধারণা এলাকাবাসীর নওগাঁয় ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তির কুড়ালের কোপে আছির উদ্দিন নামের এক ব্যক্তির নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। রোববার বিকালে পত্নীতলা উপজেলার লালাপুর গ্রামে ওই হামলার পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় । আর হামলাকারী ফয়জুল ইসলামকে (৫০) লালাপুর মোড়ে বেঁধে রাখা অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয় বলে জানান পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ। তিনি বলেন, “এলাকাবাসীর ধারণা ফয়জুল স্ট্রোক করে করে মারা যান।” নিহত আছির উদ্দিনের বাড়ি লালাপুর গ্রামেই, ফয়জুলের বাড়ি পাশের কৃষ্ণরামপুর গ্রামে। ওসি শামসুল আলম নওগাঁ নিউজকে জানান, গত কয়েকদিন ধরে ফয়জুল লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে পরিবারের সদস্যসহ গ্রামের লোকজনকে হামলার চেষ্টা করছিল।এ অবস্থায় শনিবারবিকালে ফয়জুলকে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রেখে তার স্ত্রী বাবার বাড়ি যান। “রোববার দুপুরে বাঁধন খুলে দেওয়ার জন্য ফয়জুল চিৎকার করে। কিন্তু কেউ বাঁধন না খুলে দেওয়ায় সম্ভবত দাঁত দিয়ে দড়ি কেটে বাঁধন খুলে ফেলে। এরপর কুড়াল নিয়ে বাড়ির প্রাচীর টপকিয়ে সে বাড়ির বাইরে এসে প্রথমে প্রতিবেশী সাব্বির হোসেনের (১৫) ওপর হামলার চেষ্টা করে।” সাব্বির দৌড় দেওয়ায় প্রাণে বেঁচে যায় জানিয়ে ওসি বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে লালাপুর গ্রামের নয়নজুলিতে জাল দিয়ে মাছ ধরার সময় আছির উদ্দিনের ওপর কুড়াল দিয়ে অতর্কিত হামলা করে ফয়জুল।“ আছিরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দিকে আছিরের ওপর হামলার খবর পেয়ে ফয়জুলকে তার বাড়ি থেকে ধরে এনে পুলিশে দেওয়ার জন্য লালাপুর মোড়ে স্থানীয়রা বেঁধে রাখেন বলে জানিয়েছে ওসি শামসুল। “ওই অবস্থাতেই কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তে মৃত্যুর কারণ পরিষ্কার হবে।” এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।