নওগাঁ নিউজ ডেস্কঃ
নবী ও রাসুলগণ যুগে যুগে নিষ্পেষিত, নীপিড়িত মানুষকে কষ্ট থেকে পরিত্রাণ পেতে এবং শান্তির ধর্ম গ্রহণ করতে সকলকেই আহবান জানিয়েছেন। ইসলাম বিরোধী যত কর্মকান্ড, মাদকের ব্যাবহার. জীবন্ত কন্যা সন্তানকে কবর দিতো। বর্বর. অসভ্য জাতি, জাহেলিয়াত এর পর্ব থেকে মুক্তি দিয়ে আমাদেরকে কোরআন ও সুন্নাহ আলোকে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনেতা আমিরুল মোমেনিন হযরত মুহাম্মদ ( সাঃ)।
সেই থেকে দেশ গড়ার কারিগর এই শ্রমিক-মেহনতি মানুষরাই। সকল শ্রমিকরা আল্লাহর প্রকৃত বন্ধু। আর মহানবী সর্বদা শ্রমিকদের সন্মানিত করতেন। ইসলাম ধর্ম ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হলে কোরআন ও সুন্নাহ বিকল্প নেই।
বিষয়গুলি সুন্দর ও সাবলীল ভাবে আলোকপাত হয়েছে গতকাল নওগাঁ সদরের পৌরসভার ০৩ নং ওয়ার্ডে মধ্যদুর্গাপুর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষীক সম্মেলনে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নওগাঁ পৌরসভা শাখার আমীর মোঃ মোস্তাফিজুর রহমান।
।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নওগাঁর উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ পৌরসভা শাখার আমীর মোঃ শফিকুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোঃ মনছুর রহমান, ০৩ নং ওয়ার্ডের আমীর মোঃ সাইদুল ইসলাম, ০৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম স্বজল
পরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ পৌরসভার ০৩ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক কাউন্সিলের আলোচনাশেষে একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এতে যথাক্রমে সভাপতি মোঃ রুম্মান আলী, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সরকার, অর্থ-সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ, সাংগঠনিক মোঃ রুবেল হোসেন মনোনীত হয়েছে।