সাদ্দাম হোসেন মহাদেবপুর প্রতিনিধিঃ মঙ্গলবার (১১অক্টোবর) দুপুর ১:৩০ মিনিটে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের পূর্ব পাড়ার মোঃচান্দু মিয়ার ছেলে কৃষক সুজাদ হোসেন(৩০)তার জমিতে পানি দেখার জন্য মাঠে যান। এ সময় প্রবল বর্ষণের সাথে বজ্রপাত ঘটলে সেখানেই তার মৃত্যু হয়। বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে ধানক্ষেতের ধারে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে তার লাশ উদ্ধার করে।