সুজন চৌহানঃ বগুড়ায় সারিয়াকান্দী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগরের নির্দেশে নারচী ইউনিয়ন এর ছাত্রনেতা মো রব্বানী রহমানের উদ্দ্যগে নারচী এলাকার দরিদ্র কৃষক বুলবুল মিয়ার(৬২) ১ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলো এই ছাত্রনেতাগন রব্বানী বলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশ বাংলাদেশ ছাত্রলীগের উপর গরীব মানুষের কাধে কাধ মিলেয়ে সহযোগিতা করা, বন্য কবলিত মানুষের সহযোগিতা করা সারিয়াকান্দি মানুষের সকল প্রয়োজনে ছাত্রলীগ সদা জাগ্রত থাকবে এই নেতা বলে সহযোগিতায় ইউনিয়ন এর কর্মী বৃন্দ পাশে ছিলো নাঈম,সজীব,তারেক, সোহাগ, সাকিম,বিদ্যুৎ, ইব্রাহিম প্রমূখ ।