মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি ) অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর ) সকালে নজিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপি এই কর্মশালায় প্রজেক্ট এর রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী আসির উদ্দীনের সঞ্চালনায় ও নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সুজন- সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সুজন – সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে সাজু, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, নজিপুর নতুনহাট বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রমূখ। এ সময় গ্রামীণ নাগরিকদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা, পরিকল্পনা এবং সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।