নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে পাঁচদিনব্যাপী ভরতনাট্যম ও উদয়শঙ্কর ডান্স ষ্টাইল কর্মশালা আজ থেকে শুরু হলো। এই কর্মশাশার উদ্বোধন করলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান পিএএ। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মশালার কনডাক্টর কলকাতার প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু, নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ-সভাপতি এএসএম রাইহান আলম, সাধারন সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যকরি সদস্য ওমর ফারুখ ও ওবায়দুল হক, স্থানীয় নৃত্য প্রশিক্ষক মোর্শেদা বেগম শিল্পী, সুলতান মাহমুদ ও লিজা সুলতান প্রমূখ। কর্মশালায় স্থানীয় ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছে।