গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে দশটায় থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম,উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, সাধারণ সম্পাদক ও ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, তদন্ত কর্মকর্তা আব্দুল গনি, সাব ইন্সপেক্টর মোকারম হোসেন,ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি মো.অরিন্দম মাহমুদ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহেল আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. ছাইদুল ইসলাম, সদস্য মো. গোলজার রহমান প্রমুখ।