গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আগামী ২ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ অফিসারদের ইভিএম পদ্ধতিতে দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ কারি ৬জন প্রিজাইডিং অফিসার এবং১২ জন পোলিং হিসাবে দায়িত্ব পালনকারী অফিসারসহ মোট ১৯ জন অফিসারদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, প্রিজাইডিং অফিসার আবু সাঈদ, মাসুদ রানা, আবু সালেম প্রমুখ। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গত ২ আগষ্ট ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ধামইরহাট ইউনিয়নের সাধারণ আসনের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা মৃত্যুবরণ করলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদের) আইনে ওই আসনটির পদ শূন্য ঘোষণা করা হয়। তিনি এও বলেন, আগামী ২ নভেম্বর শান্তিপূর্ণভাবে ৬ নম্বর ওয়ার্ড সদস্য পদে ইভিএমের মাধ্যমে উপনির্বাচন হবে। সে কারণে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।