গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১অক্টোবর) বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা যুবদলের আহবায়ক মো.তহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখা দেওয়ান মো. ফারুক, প্রধান বক্তা সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম গোল্ডেন, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হায়দার টিপু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.রাইহান হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।