মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ রা নভেম্বর ) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত, জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্তসভাপতি সৈয়দ লতিফুর রহমান,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, শ্রম বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মজিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সহ সভাপতি গৌতম চন্দ্র দে,মহিলালীগের যুগ্ম আহবায়ক সাবিনা বেগম, যুব লীগের যুগ্ম আহবায়ক বিমান কুমার, যুব মহিলালীগেরব যু্গ্ম আহ্বায়ক সালমা আক্তার সুমি, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।