পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নজিপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে নজিপুর পৌরশহরে বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের মিটিং রুমে প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি টিপু সুলতান,সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আল কোরাইশ রকি, সদস্য মনোয়ার হোসেন ও শাহরিয়ার শান্ত প্রমূখ। সভাপতি ফরহাদ হোসেন সদস্যদের বলেন নজিপুর প্রেসক্লাবেরা সদস্যরা সততা ও সুনামের সাথে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। এ ধারা অব্যাহত রাখতে হবে । পরে প্রেসক্লাবের সদস্য শাহরিয়ার শান্ত তার ভাইয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া এবং মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয় ।