মেজবাউল হক,নওগাঁঃ নওগাঁ জেলা শহরের প্রবেশদ্বার বালুডাঙ্গা বাস টার্মিনাল ৷ ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই বাসস্ট্যান্ডে নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় সরাসরি বাস চলাচল করে ৷এছাড়াও বিভিন্ন জেলায় যেমন রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এ নিয়মিত এখান থেকে গাড়ী আসা যাওয়া করে থাকে ৷ নওগাঁ শহর থেকে ৩কিঃ মিঃ পশ্চিমে প্রায় ৪ একর জমির উপর এটির অবস্থান ৷ এই বাসস্ট্যান্ডে শহর থেকে প্রবেশের সময় প্রথমেই চোখে পড়বে বদলগাছী বাস টার্মিনাল এর ঠিক পূর্ব প্বার্শে রয়েছে একটি পাইকর গাছ | গাছটির ডাল ফেনাও প্রচুর৷ আর গাছের নিচে বিভিন্ন ফলের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা৷ দিনে প্রায় ৫০.০০০ লোকের সমাগমে সরগরম থাকে এই টার্মিনাল ৷এই কোলাহল ও বিভিন্ন যানবাহনের শব্দে যখন মানুষের মাথাব্যাথা শুরু হয়ে যায় ঠিক তখনই বিকেল গড়িয়ে সন্ধ্যে আসার কিছুক্ষন আগে থেকেই শত শত চড়ুই পাখির ঝাঁক আসতে শুরু করে এই গাছটিতে ৷ গাছের ঝুলে থাকা শেকর ডাল ফেনা পাতা সবই ভরে যায় চড়ুই পাখির ঝাকে ৷কথা হয় বিআরটিসি বাস কাউন্টারের এক ব্যাক্তির সাথে ৷ সে বলে আসলেই এই দৃশ্য দেখার মতো ৷ খুব সুন্দর লাগে যখন ঝাঁকে ঝাঁকে চড়ুই এই বাস্ত শহরকে আরও বাস্ত করে তোলে ৷ আর এই এলাকার ব্যবসায়ী ও যাত্রীরা কেউই কোন রূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনা পাখিদের কলরবে ৷ তিনি বলেন নিজ চোখে না দেখলে প্রকৃতির এই সৌন্দর্য্য বলে বুঝানো যাবে না। বেশ কয়েক বছর থেকেই চড়ুইগুলো বিকেল ৫টা থেকে সকাল অব্দি থাকছে ৷ আমরা সকলেই তাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করি ৷